পদবি: আরবি প্রভাষক
ঠিকানা: মধুগ্রাম, ছাগলনাইয়া, ফেনী।
SSC ব্যাচ: 2014
সর্বোচ্চ ডিগ্রি: কামিল মাস্টার্স
ইমেইল: azizlalmycu@gmail.com
বাণী: ১। নাম, ঠিকানা ও জম্ম তারিখ: নাম: এম আজিজুল হক সাইফ, পিতা: মাওলানা আব্দুল মোমেন, মাতা: নুর জাহান বেগম, বাড়ির নাম: মোমেন হুজুরের বাড়ি, গ্রাম: লালমাই, পোস্ট: চিকনছড়া, থানা: ভূজপুর, জেলা: চট্টগ্রাম। তিনি ১৯৯৫ সালের ১২ই ডিসেম্বর, রোজ- মঙ্গলবার জন্মগ্রহণ করেন। ২। শিক্ষা জীবন: (ক) প্রাথমিক শিক্ষা: তিনি ২০০৪ সালে সোনাইপুল আজিজুল উলুম কাজী বাড়ী মাদ্রাসা থেকে নূরানী শিক্ষা সম্পন্ন করেন, এবং ২০০৬ সালে চিকনছড়া এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে জামাতে নাহুম পর্যন্ত প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। (খ) মাধ্যমিক শিক্ষা: তিনি ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত, তার বাবার কর্মস্থল সংলগ্ন লক্ষ্মীপুর জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান " জামেয়া আজিজয়া লামচরী মাদ্রাসা" হতে জামাতে হাস্তুম থেকে জামাতে চাহারম পর্যন্ত পড়াশোনা শেষ করেন। এরপর ২০১১ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান "নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা" থেকে জে.ডি.সি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেন এবং অত্র মাদ্রাসার প্রথম সরকারি শিক্ষা বৃত্তি অর্জনকারী শিক্ষার্থী হিসেবে গৌরব অর্জন করেন। অতঃপর অত্র মাদ্রাসা থেকে ২০১৪ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ: ৫.০০ (A+) পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেন। এবং অত্র মাদ্রাসার দ্বিতীয় জিপিএ: ৫.০০ (A+) অর্জনকারী শিক্ষার্থী হিসেবে গৌরব অর্জন করেন। (গ) উচ্চ মাধ্যমিক শিক্ষা: তিনি ২০১৬ সালে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান "মধুগ্রাম জিনারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা" থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ: ৫.০০ (A+) পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেন। (ঘ) উচ্চ শিক্ষা: তিনি ২০১৬ সালের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের "বি ইউনিটে" ৪২তম মেধাস্থান অর্জন করে 'ইসলামিক স্টাডিজ বিভাগে" ভর্তি হন। এবং একই বিভাগ থেকে ২০২০ সালে ফার্স্ট ক্লাস পেয়ে অনার্স ডিগ্রি এবং ২০২১ সালে ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করে। পাশাপাশি তিনি ২০১৯ সালে "মধুগ্রাম জিনারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা" থেকে প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে ফার্স্ট ক্লাস পেয়ে ফাজিল ডিগ্রি অর্জন করেন। এবং ২০২১ সালে বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ "বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা" থেকে প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে তাফসীর বিভাগ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে কামিল ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ২০১২ ও ২০১৩ সালে এশিয়া মহাদেশের অন্যতম বিদ্যাপীঠ, বাংলাদেশের উম্মুল মাদারিস খ্যাত "দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা" থেকে হেদায়া জামাত ও মেশকাত জামাত কৃতিত্বের সাথে পাশ করেন। অত্র মাদ্রাসায় পড়াশোনা অবস্থায় আধ্যাত্মিক রাহবার, হেফাজতে ইসলামের আমির প্রয়াত মজলুম আলেমেদ্বীন 'আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.' এর ১ বছর সোহবত ও খেদমত করার সুযোগ পান। অত্র মাদ্রাসা থেকে ২০১৯ সালে "আল হাইআতুল উলিয়া লিল জামিয়াতিল কওমীয়াহ্ বোর্ডের " দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশগ্রহণ করে ফার্স্ট ক্লাস পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেন। ৩। কর্ম জীবন: তিনি ২০২২ সালে নোয়াখালী জেলার অন্যতম বিশেষায়িত মাদ্রাসা "বসুরহাট দারুল ইহসান মাদ্রাসায়" ভাইস প্রিন্সিপাল হিসেবে সর্বপ্রথম কর্ম জীবন শুরু করেন। বর্তমানে জিনারহাট ফাজিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত আছেন। ৪। যোগাযোগ: মোবাইল নাম্বার: 01609-514103 ইমেইল: azizlalmycu@gmail.com FB ID: এম আজিজুল হক সাইফ ইউটিউব: AL Aziz Islamic center media.
← ফিরে যান