📢 জরুরী নোটিশ
ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৫ খ্রি. এর নির্বাচনী তফশীল ঘোষণা ২০২৬ সালের এবতেদায়ী ১ম থেকে ৫ম শ্রেনির সকল বই বিতরণের সময়সূচি বার্ষিক পরীক্ষা ২০২৫ এর রুটিন
Headmaster

মোহাম্মদ ফজলুল কাদের

সুপারিনটেনডেন্ট


নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা

নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা

বাগান বাজার, ফটিকছড়ি, চট্টগ্রাম।
তারিখ: 09-01-2026
সুপারিনটেনডেন্ট-এর বাণী
একটি জাতিকে সঠিক পথে পরিচালনা থেকে শুরু করে সকল ধরনের সমস্যা দূরীকরণ ও টেকসই উন্নয়নের জন্য শিক্ষার গুণগতমান নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষার্থীদের যথাযথ চাহিদা পূরণ ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৯৮৩ খ্রিস্টাব্দে নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন ১নং বাগান বাজার ইউনিয়নের অন্তর্গত ২নং ওয়ার্ডের চিকনেরখিল গ্রামে অবস্থিত। এই প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ, শিক্ষক/কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সেবা মনোভাব নিয়ে মানসম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এ প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তারা তাদের সন্তানদের পড়াশুনা করাতে আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাবকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রশংসনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্ত ভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য । এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে সব সময় জারি রাখার তৌফিক দান করুন । আমীন।